আগাম বিনাধান -৭
 
পরমাণু শক্তির শান্তি-পূর্ণ ব্যবহারের মাধ্যমে কৃষির নতুন নতুন জাত ও প্রযুক্তিউদ্ভাবনেবিনাআশাতীত সাফল্য অর্জন করেছেবিনা উদ্ভাবিত বিভিন্নফসলের ৪১টি উন্নতজাত দেশে বন্যা, খরা, লবণাক্ততা, মঙ্গা ও পুষ্টির অভাব দূর করতে সহায়ক ভূমিকারাখছেবিনারসর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি হচ্ছে আমন ধানের নতুন উফশীজাতবিনাধান-৭
 
বিনাধান-৭ এর বৈশিষ্ট্য : বিনাধান-৭ আগাম পাকে, এর জীবনকাল ১১০-১১৫দিন; ব্রিধান- ৩২ অপেক্ষা প্রায় ১৫-২০ দিন আগে ধান কাটা যাবেঠিকমত পরিচর্যা পেলেহেক্টরপ্রতি ৪.৫-৫.৫ টন (একরে প্রায় ৫৫ মণ) ফলন দেয়আগাম পাকার কারণে ধানকাটার পর সহজেই আলু, গম বা রবিশস্য চাষ করা যায়
 
জমি ও চাষাবাদ পদ্ধতি : লবণাক্ত এলাকা ছাড়া দেশের প্রায় সকলরোপা আমন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, পাবনা, রাজশাহীসহঢাকা, যশোর ওময়মনসিংহ অঞ্চলে জাতটির অধিক ফলন পাওয়া যাবে বলে আশা করা যায়বেলে দো-আঁশ এবং এটেলদো-আঁশ জমি বিনাধান-৭ চাষের জন্য উপযোগী
 
বীজতলা তৈরি ও রোপণ পদ্ধতি : বীজ তলায় বিনাধান-৭ এরভারী, পুষ্টও রোগবালাইমুক্ত বীজ ব্যবহার করতে হবেবপনের আগে বীজ শোধন করা ভালচাষের জন্য প্রতিহেক্টরে ২৫-৩০ কেজি বা একর প্রতি ১০-১২ কেজি বীজ প্রয়োজন হয়পাঁচ শতাংশ (২০০ বর্গমিটার) পরিমাণ বীজতলায় ১০ কেজি বীজ ফেলা যাবেজুন মাসের শেষ সপ্তাহ হতে জুলাইয়ের দ্বিতীয়সপ্তাহ (আষাঢ়ের ২য় সপ্তাহ হতে শেষ সপ্তাহ) পর্যন্ত- বীজতলা তৈরি করা যাবেতবে জুলাইয়ের শেষ (শ্রাবণের দ্বিতীয়) সপ্তাহ পর্যš-ও বীজতলা করা যাবেজমিতে ২৫-২৭ দিন বয়সের চারা রোপণ করলে ভাল ফলনপাওয়া যায়
 
সার প্রয়োগ : বীজতলার জন্য প্রতি হেক্টরে ইউরিয়া ১২৫ কেজি এবংরোপা ক্ষেতের জন্য ১৫০ কেজি, টিএসপি বীজতলার জন্য প্রতি হেক্টরে ১১০ কেজি এবং রোপা ক্ষেতেরজন্য ১১৫ কেজি, এমপি বীজতলার জন্য হেক্টরপ্রতি ৫০ কেজি এবং রোপা ক্ষেতের জন্যপ্রতি হেক্টরে ৫০ কেজি করে দিতে হবে
 
রোপার জন্য জমি তৈরির শেষ চাষের আগে সর্ম্পূণ টিএসপি এবং এমপিজমিতে সমানভাবে ছিটিয়ে চাষের মাধ্যমে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতেহবেইউরিয়াসারের এক তৃতীয়াংশ পরিমাণ চারা রোপণের ৭-৮ দিন পর, এক তৃতীয়াংশ চারা রোপণের২০-২২ দিন পর এবং শেষ এক তৃতীয়াংশ চারা রোপণের ৪০-৪২ দিন পর প্রয়োগ করতেহবেঅনুর্বরজমিতে হেক্টরপ্রতি সালফার ২০ কেজি (একর প্রতি ৮ কেজি) এবং জিংক ৪ কেজি (একর ১.৬কেজি) দেয়া যেতে পারেইউরিয়া সার প্রয়োগের ২/১ দিন আগে জমির অতিরিক্ত পানি বের করেদিতে হবে এবং আগাছা দমন করতে হবে
 
পরিচর্যা : বিনাধান-৭ এর পরিচর্যা অন্যান্য উফশীজাতেরমতইচারারোপণের পর আগাছা দেখা দিলে নিড়ানী যন্ত্র বা হাতের সাহায্যে আগাছা পরিস্কার ও মাটিনরম করে দিতে হবেবর্ষা মৌসুমের শেষে ফসল পাকার কিছু দিন পূর্বে পানির অভাবদেখা দিলে সেচের প্রয়োজন হতে পারেতবে বিনাধান-৭ পাকার ১০-১২ দিন আগে জমিতে পানি থাকলে শুকিয়েফেলা ভাল
 
-ড. আলী আযম, বিনাধান-৭ এর উদ্ভাবক ও ড. নিয়াজ পাশা, বৈজ্ঞানিককর্মকর্তা, (বিনা), ময়মনসিংহ