একজন সেলিম মিয়ার কৃষিবিপ্লব
 
বেকারত্বের দায় মুছতে বাবার মৃত্যুর পর লেবু আর আনারসের ২টিবাগানের দায়িত্ব নেন সেলিম মিয়াবছর না ঘুরতেই অংশীদারিত্বের কারণে দুটি বাগানই বুঝিয়ে দিতে হয়ছোট ভাইদের হাতেফলে আবার বেকারত্বএর কিছুদিন পর নিজ উদ্যোগে স্বল্প পরিসরেশ্রীমঙ্গলের মাকরীছড়া এলাকায় লেবু বাগান দিয়ে শুরু করেন পথ চলাঅক্লাš- পরিশ্রমে বছর না ঘুরতেইলাভের মুখ দেখেনপরের বছর আরও একটি বাগান করেন শ্রীমঙ্গলেরডলুছড়াতেএকই বছরে তিনি সাতগাঁও, ফয়জাবাদ, হিলের পাক শাইলে বিশাল আকারে আরও ৫টি লেবুআনারসের বাগান করেনএরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নিএখন তার জমিগুলোতে নাগামরিচ, বেগুন, টমেটো, লাউ, কুমড়া, বরবটি, কাঁচকলা, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছেমাত্র ৩৬ বছরের এইযুবকের কৃষি বিপ¬ব এলাকার সবাইকে অবাক করে দিয়েছেসেলিম মিয়া প্রায় ১২ বছরধরে এ পেশায় জড়িত রয়েছেনঅভিজ্ঞতার আলোকে বলেন, একটু জেনেশুনে সবজি বাগানের পরিচর্যা করলেলাভবান হওয়া যায়
 
সেলিম মিয়া বর্তমানে নতুন করে আপেল কূল, বাউকুলের বাগানকরেছেনঅতিস¤প্রতি কয়েক হাজার ঔষধি বৃক্ষের সমন্বয়ে ১টি ঔষধি বাগান করারওপরিকল্পনা রয়েছেতিনি আরও জানান, ৮ বছর ধরে তার পরিবারে এবং তার বাগান শ্রমিকদেরপরিবারের কাউকেই সবজি কিনে খেতে হয়নিতার বিভিন্ন বাগানেবর্তমানে প্রায় আড়াইশ থেকে তিনশ শ্রমিক কাজ করে
 
সেলিম মিয়া জানান, শ্রীমঙ্গলের কাগজী লেবুর চাহিদা দেশেরঅভ্যš-রেযেমন রয়েছে তেমনি বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদাপ্রতি বছরেই লন্ডনসহ মধ্যপ্রাচ্যে শ্রীমঙ্গলেরকাগজী লেবু রফতানি করা হয়চট্রগ্রাম ও টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় কাগজী লেবুরচাষ করা হলেও তা শ্রীমঙ্গলের লেবুর মত উন্নত ও মানসম্পন্ন নয়
 
এ এলাকায় উৎপাদিতকাগজী লেবু ছাড়াওউন্নত মানের চায়না, জারা, এলাচি, সিডলেস লেবু উৎপাদনহয়দেশের লেবুর চাহিদার ৭৫ শতাংশ উৎপাদনহয় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লেবুর বাগান থেকে
 
কাগজী লেবুর চাষাবাদ বৃদ্ধিতে একদিকে হচ্ছে বেকারদেরকর্মসংস্থানের সুযোগ অপর দিকে দেশের বাইরে লেবু রফতানি করে সরকার পাচ্ছে বিপুলপরিমাণ রাজস্বলেবু চাষিদের সমস্যা নিরসনসহ উৎপাদনবৃদ্ধির প্রতিকূলতা দূর করার দাবি জানান সেলিমমিয়া
 
বিকুল চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল