দেশি পাবদার চাষ প্রযুক্তি-১

পাবদা মাছ একটি বিলুপ্ত প্রজাতির মাছ
এই মাছ অত্যš- সুস্বাদু এবংজনপ্রিয়আমাদের দেশে বেশ আগে হাওড়-বাঁওড় -বিলে এই মাছটির পাওয়াযেতকালেরবিবর্তনে প্রাকৃতিক অভয়ারণ্য নষ্ট হয়ে যাওয়ার ফলে এই মাছটি আমাদের দেশ থেকে বিলুপ্তহতে চলেছেআমরা এই মাছটিকে ব্যাপকভাবে উৎপাদনেরজন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা করে ২০০২ সালে ব্যাপকভাবে পোনাউৎপাদনেসক্ষমহয়েছিএইমাছটি উৎপাদনকরতে গিয়ে বিভিন্নহাওড়-বাঁওড় থেকে জীবিত ব্রড মাছ সংগ্রহ থেকে শুরু করে, ভৌত অবকাঠামো গড়ে তোলাদক্ষ জনবল তৈরি করাসহ ২ বছর ধরে অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পোনা উৎপাদনছিল অত্যš- ঝুঁকিপূর্ণ ও ব্যয় বহুল একটি কাজসুনামগঞ্জ, নেত্রকোণার হাওড়-বাঁওড়থেকে ব্রমাছ সংগ্রহ ছিল এক বিরাট ঝুঁকির কাজ৫% বেশি ব্রড মাছ বাঁচানো সম্ভবহয়েছিলতারপর এই মাছগুলোকে কৃত্রিম খাবারে অভ্য¯- করারও ছিল এক কঠিনচ্যালেঞ্জকারণ একটি পুষ্টিকর খাবার ছাড়া ব্রড মাছ কখনও ভালমানেরবাচ্চা জন্ম দিতে পারে নাআর সে জন্য এই মাছকে ধীরে ধীরে কৃত্রিম খাবারেঅভ্য¯- করানোছিল এক বিরাট সাধনা এবং অভিজ্ঞতাও বটেপ্রতিটি দিনেই যেন এক নতুন নতুন অভিজ্ঞতায়পুলোকিত বোধ করছিলামঅবশেষে মাছগুলো কৃত্রিম খাবারে অভ্য¯- হলঅন্য কারো পরামর্শ বাপ্রযুক্তি ছাড়াই ২০০০ সালে পরীক্ষামূলকভাবে পোনা উৎপাদনকরতে সক্ষম হয়েছিলাম যা আমাদের পরিশ্রমকে সার্থক করেতুলেছেতারপর ব্রড থেকে রেনু, রেনু থেকে পোনা উৎপাদনহলসারা দেশে পোনা বাজারজাত হলএ থেকে সব খামারিরাইকৃত্রিম খাবারে অভ্য¯- পোনা পেলযা থেকে পরবর্তিতে ব্রড মাছের সহজলভ্যতাএলকিন্তুএর পেছনে কত গভীর নিরলস পরিশ্রম করতে হয়েছে তা শুধু আমিই জানিঅবশ্য আমি ব্যবসাওকরেছিএখনস্বল্প পরিসরে কৃত্রিম প্রজননের মাধ্যমে অতিসহজেই আমার প্রযুক্তিতে যে কেউ চাহিদামাফিক পোনা উৎপাদনকরতে সক্ষম হবে বলেআমার বিশ্বাস
প্রজননক্ষম মাছ সংগ্রহ ও পরিচর্যা : পরীক্ষায় দেখা গেছেযে, ১০/১১মাস বয়সে একটি পাবদা মাছ প্রজননে সক্ষম হয়সুস্থ ও সবল মাছ শতাংশ প্রতি পুরুষ ও স্ত্রী মাছ৫০ : ৫০ অনুপাতে ৭০/৮০টি মজুদ করে নিয়মিতভাবে দেহের ওজনের ৫% হারে সম্পূরক খাবারদিতে হয়৩০%ফিস মিল, ৩০%সরিষার খৈল, ৩০% অটোকুড়া, ১০% ভূষি ও ভিটামিন প্রিমিক্্র সহকারে সম্পূরক খাবার তৈরি করাযায় অথবা বাজারের কৈ মাছের ফিড কাওয়ালেও চলবে
প্রজননের জন্য উপযোগী স্ত্রী ও পুরুষ মাছ বাছাই : সাধারণতএপ্রিলের মাঝামাঝি থেকে আগষ্ট মাস পর্যš- পাবদা মাছের প্রজনন কালএই সময়ে স্ত্রী মাছেরপেটে ডিম ভর্তি থাকেএছাড়াও পাবদা স্ত্রী মাছের পাখনার কাঁটাগুলোর খাঁজগুলো খুবস্পষ্ট নয় যতটা না পুরুষের ক্ষেত্রেপ্রজনন করার জন্য মাছ ও মাছ বাছাইয়ের জন্যস্ত্রী মাছের উদরে ডিম ভর্তি দেখে পরিপক্কতা সম্পন্ন মাছ বাছাই করে নিতেহয়
হরমোন ইনজেকশনের দ্রবণ তৈরি এবং ইনজেকশন দেওয়ার পদ্ধতি :কৃত্রিম প্রজননের জন্য প্রথমে মাছ বাছাই করতে হয়এক্ষেত্রে সমপরিমাণপুরুষ ও স্ত্রী মাছ বাছাইয়ের পর পি.জি. দ্রবণের ইনজেকশন দিতে হয়
১. প্রথমে প্রজননক্ষম উপযোগী স্ত্রী ও পুরুষ মাছ সমন অনুপাতেহাপাতে ছাড়তে হবে
২. ১ম ইনজেকশনের সময় শুধুমাত্র স্ত্রী মাছকে ২/৩ মিঃ গ্রাঃহারে অর্থাৎ১ কেজি মাছের জন্য ৩ মিঃ গ্রাঃ পি.জি. এর দ্রবণ পাখনার কাটার নিচে প্রয়োগ করতেহবে
৩. ১ ইনজেকশনের ৬ ঘন্টা পর প্রতি কেজি স্ত্রী মাছের জন্য ৪/৬মিঃ গ্রাঃ হারে ২য় ইনজেকশন এবং একই সাথে ২য় ইনজেকশনের সময় পুরুষ মাছকে ৪/৬ মিঃগ্রাঃ হারে ইনজেকশন দিতে হবে২য় ইনজেকশনের ৭/৮ ঘন্টার মধ্য সাধারণত প্রাকৃতিকভাবে প্রজননক্রিয়ার মাধ্যমে ডিম ছাড়ে। (চলবে)
- এ.কে.এম. নূরুলহক
ব্রহ্মপুত্র ফিস সিড কমপে¬ক্স, ময়মনসিংহ