আসাদ্দর মিয়ারনার্সারি 
মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের অধিবাসীআসাদ্দর মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও নার্সারি করে আজ তিনিস্বাবলম্বী১০ বছর আগে মৌলভীবাজার শহরে হেঁটে যাওয়ার সময় মোটর সাইকেলেধাক্কায় তার ডান পা অকেজ হয়ে যায়তারপর বাড়িতে বসে হতাশায় কাটছিল দিন২০০৩ সালে বাংলাদেশপ্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) নামক একটি বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদেরউন্নয়নের লক্ষ্যেউন্নয়নে প্রতিবন্ধীদের স্ব-উদ্যোগএপ্রোচ বা¯-বায়নের কাজ শুরু করেঅন্যান্য প্রতিবন্ধীদের সাথে তিনি উক্ত সংগঠনেরসদস্য হয়ে নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেনএরপর ২০০৫ সালেপার্শ্ববর্তী হাজী মোঃ মৌদুরিসের কাছ থেকে ২ বিঘা জমি বর্গা নিয়ে নার্সারি গড়েতোলেনসারাদিন তিনি ও তার ছেলে, মেয়ে ও স্ত্রী হাড়ভাঙ্গা পরিশ্রম করে নার্সারিতেবিভিন্ন ধরনের ফলের ও ঔষধি গাছ লাগানপ্রতিদিনব্য¯- থাকেন পরিচর্যায়এ বছরে প্রায় ১ লাখ টাকাখরচ করেছেন তিনি নাসার্রির উন্নয়নেতবে জমির মালিক অর্ধেক খরচ বহন করেন বলে তিনিজানান
 নার্সারির ২ বিঘা জমি ছাড়া আসাদ্দর মিয়া নিজের বাড়ির ১০ শতাংশজমিতে লাগিয়েছেন বিভিন্ন ধরনের গাছঅনেক সময় বাড়ি থেকে চারা এনে নার্সারিতে রোপণকরেনসেদুঃখের সাথে জানান যে, আজ পর্যš- সংশি¬ষ্ট এলাকার কৃষিবিদ বা কোন বেসরকারি সংস্থার কোন কর্মী তারনার্সারি দেখতে আসেনি এবং সহযোগিতাও করেনিতবে মৌলভীবাজার ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশনটু ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে মাত্র ৫ হাজার টাকা ঋণপেয়েছেন
 প্রতিবন্ধী হয়েও আসদ্দার মিয়া আজ স্বাবলম্বীতার দেখাদেখি গ্রামেরবেকার যুবকরা উৎসাহিতহচ্ছেতিনি জানান, “সরকারি বা বেসরকারিসংস্থাসমূহ সহযোগিতা পেলে ছোট এ নার্সারি আমি আরও বড় করে দৃষ্টাš- স্থাপন করতেপারি
 আজমাল হোসেন মামুন, উত্তরা, ঢাকা